Amar Praner Bangladesh

করোনা টিকার স্পট নিবন্ধন বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অনলাইন নিবন্ধন সফল হওয়ায়, করোনা টিকার স্পট নিবন্ধন আর আজ থেকে করা যাবে না।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম পেপারলেস ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে নাটোর, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ঝিনাইদহ জেলার পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ পর্যায়ের কার্যক্রম পেপারলেস ঘোষণা করা হয়।