মোঃমিজানুর রহমান, পিরোজপুরে প্রতিনিধিঃ
বর্তমান বিশ্বের সমসাময়িক করোনা ভাইরাস সংক্রমণের তীব্র আশংকা বিরাজমান। বিভিন্ন স্থানে পুলিশ সদস্য, স্বাস্থ্যকর্মী এবং সংবাদকর্মী সহ নানা শ্রেনী পেশার মানুষ আক্রান্ত হওয়ার প্রবনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় রোগ প্রতিরোধ কল্পে পিরোজপুরের পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান পিরোজপুর সদরে আজ ০৭/০৫/২০২০ তারিখ পুলিশ লাইন্সে জেলার সকল ইউনিট ও মিনিস্ট্রিয়াল স্টাফসহ ১২২৪ জন সদস্যের মাঝে খেজুর, আপেল, নাসপতি,মাল্টা, পেয়ারা , লিচু ও ভিটামিন সি সমৃদ্ধ কাগজি লেবু বিতরণ করেন।এ সময় পুলিশ সুপার সকলকে পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ ও করোনা সম্পর্কিত স্বাস্হবিধি মেনে সাহসীকতা ও মনোবল নিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।
পুলিশ সদস্যগণ এ জাতীয় আয়োজনের জন্য পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশ সুপারের নেতৃত্বে জাতির এই ক্রান্তিকালে যে কোন দায়িত্ব পালনে তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জনাব মোল্লা আজাদ হোসেন ,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), জনাব আহমেদ মাইনুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সহ সকল ইউনিটের অফিসার ও ফোর্স এ আয়োজনে উপস্থিত ছিলেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply