প্রাণের বাংলাদেশ ডেস্ক :
করোনা মহামারীকালে সরকারের নির্দেশ পালনে কিছু লোক ভাল থাকলেও ভাল নেই নিম্ন ও দৈনিক আয়ের মানুষ। সরকারের নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান জননত্রেী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মহোদয়ের উৎসাহে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন পূর্বাচলের বিশিষ্ট্য সমাজ সেবক ও দানবীর আনসার আলী। প্রতিনিয়তই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন দরিদ্র মানুষের কাছে। তিনি দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে সমাজে সচেতনতা মূলক প্রচারণাও চালিয়ে যাচ্ছেন।
সাংবাদিকদেরকে আনসার আলী বলেন, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ও বাংলাদেশ আওয়ামীলীগের নারায়ণগঞ্জ-১ আসনের এমপি বর্তমান বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সার্বিক দিক নির্দেশনায় আমি দুস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে আসছি। আমার নিজ উদ্যোগে কয়েক ধাপে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এবং তাহা অব্যাহত থাকবে। বিতরণ করার খাদ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহ অন্যান্য খাদ্য সামগ্রী।
তিনি আরো বলেন, ইতিমধ্যে রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা আনছর আলীর নিজস্ব অর্থায়নে সামাজিক দূরত্ব মেনেই ৪২০টি দুস্থ্য পরিবারকে মাহে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সোমবার (৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রূপগঞ্জ সদর ইউনিয়নের বাড়িয়াছনি ও বুরুলিয়া এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। যুবলীগের সহ-সভাপতি মতিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, আল-আমিন লিটন, মুরাদ, যুবলীগ নেতা জয়নাল হাজারী, আবু তাহের সাথে নিয়ে পর্যন্ত আনছর আলীর নিজস্ব অর্থায়নে করোনা পরিস্থিতিতে ১৩ হাজার ২০০ পরিবারের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন।
রূপগঞ্জে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় শনিবার (৯ মে) দুপুরে উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় ৪৩০ টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরন করেন তিনি।
এ সময়, করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া রূপগঞ্জ ইউনিয়নের ১ ও ২ নং ওর্য়াডের ২৪ জন মসজিদের ইমামকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন আনছার আলী।
আনছার আলী বলেন, ‘মহামারি করোনা ভাইরাসের কারণে খেঁটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসব মানুষের মাঝে উপহার হিসেবে দফায় দফায় ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং রমজান মাস উপলক্ষে আমি ব্যক্তিগত ভাবে ২০ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করবো।
তিনি আরো বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র। আমি চেষ্টা করব আগামী দিনগুলোতেও মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি। এ সময় রূপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মোল্লা, ইউনিয়ন মহিলালীগের সাধারণ সম্পাদক লাকী আক্তার, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. মোহন মিয়া, আল আমিন লিটন, আওয়ামী লীগ নেতা নবী হোসেন, যুবলীগ নেতা কাওসার আহমেদ, জয়নাল আবেদীন ও মুরাদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে পবিত্র রমজানকে ঘিরে দ্বিতীয় ধাপে তার নিজস্ব তহবিল থেকে রূপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, আলু, চিনি, ছোলা, সেমাই, মুড়ি ও হাত ধোয়ার সাবান। ত্রাণ বিতরণের সময় আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী বলেন, ‘করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় খাদ্য সামগ্রী বিতরণ করছি। রূপগঞ্জ ইউনিয়নের কোনো মানুষই না খেয়ে থাকবে না ইনশাল্লাহ। অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার এ কর্মসূচি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, আওয়ামীলীগ নেতা নবী হোসেন ও মুরাদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বস্ত্র ও পাট মন্ত্রীর নির্দেশনায় প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে প্রথম ধাপে ৩০ দিনে ১০ হাজার ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী। মাহে রমজান উপলক্ষে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাচঁ শতাধিক পরিবারের মাঝে উপহার সরুপ খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী। বিকালে উপজেলার ভোলানাথপুর এলাকায় তিন শতাধিক অসহায় ও গরীর দুঃখীদের হাতে চাল, ডাল, তেল, ছোলাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন এবং নিন্ম মধ্য আয়ের মানুষের বাসায় গিয়ে উপহার সরুপ এখাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলামিন লিটন, যুবলীগ নেতা ইমন হাসান, মুরাদ হোসেন, জয়নাল হাজারী প্রমুখ। রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী বলেন, মন্ত্রী গাজীর নির্দেশে আমার নিজস্ব তহবিল থেকে রূপগঞ্জ ইউনিয়নের প্রতিটি অসহায়ের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। খাদ্যের জন্য ইউনিয়নের কোন মানুষ কষ্ট করবে না ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে ইউনিয়নের দশ হাজার অসহায় গরীব দুঃখী অসচ্ছল পরিবার পাবে এই উপহার। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিনই দুস্থদের খুজে বের করে তাদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, সমাজে অনেক মধ্যবিত্ত আছে যারা কারো কাছে চাইতে পারেনা। আমি আমার কর্মীদের মাধ্যমে তাদের তালিকা তৈরি করেছি এবং আমরা প্রতিদিনই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। তিনি আরো বলেন, আমি সমাজে বিত্তবানদের এই মহামারীতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং সবাইকে সরকারের নির্দেশ মেনে চলার অনুরোধ করছি ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply