মোঃ রিপন হাওলাদার:
করোনাভাইরাসে মারা গেলেন আরো এক পুলিশ সদস্য। তার নাম মো. জালালউদ্দিন খোকা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
৯ মে, শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোকা। আজ সন্ধ্যা সাতটার দিকে তার মৃত্যু হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। তিনি দুই কন্যা এবং এক পুত্র সন্তানের জনক ছিলেন।তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
ডিএমপিনিউজ’এর খবরে বলা হয়, জালালউদ্দিন খোকাসহ এ পর্যন্ত ডিএমপির ছয়জন পুলিশ সদস্য করোনায় মারা গেলেন ।
এর আগে সকালে ডিএমপির শিল্পাঞ্চল থানায় কর্মরত পুলিশ সদস্য এনামুলে করোনা উপসর্গ নিয়ে হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান। তবে তার করোনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি।
এদিকে করোনাভাইরাসে পুলিশে আক্রান্তের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেক ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্য।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply