মো: বশির আলম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপির ব্যক্তিগত উদ্যোগে হান্নান গ্রুপ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করার জন্য একটি ও ডাক্তার ও নার্সদের যাতায়াতের জন্য একটি মোট ২টি মাইক্রোবাস হস্তান্তর ও গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়, গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ প্রশাসনের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল গাজীপুর সার্কেট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হান্নান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবিএম শামসুদ্দিন মিয়া, গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, সির্ভিল সার্জন খায়রুজ্জামান, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আমিনুল হক, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রফিকুল ইসলাম, গাজীপুর সদর থানা ওসি আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল বলেন, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল রোগীদের চাপ বেশি এবং ডাক্তার নার্স ও স্টাফদের সুরক্ষার জন্য চিকিৎসা সামগ্রীসহ হান্নান গ্রুপ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করার জন্য ডাক্তার ও নার্সদের আশা যাওয়া নিশ্চিত করার লক্ষ্যে দুটি মাইক্রোবাস প্রদান করা হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply