শের ই গুলঃ
ইদানিং দেখা যাচ্ছে আমাদের জেলা ও উপজেলা প্রতিনিধিরা একাধিক পত্রিকা ও অনলাইনে একই সংবাদ প্রেরণ ও প্রকাশ করে সোস্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন। এতে করে আমরা আপনাদের নিজেদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিতে গিয়ে একটু বিরম্বনার শিকার হই। এক্ষেত্রে আপনারা আমাদের দিনে অন্তত একটি সংবাদ পাঠান যা অন্য কোন মিডিয়ায় দেননি।
এমনি করে অন্য মিডিয়াগুলোতেও করতে পারেন। তাহলে আপনার, তাদের ও আমাদের পরিচয় প্রদানে সুবিধা হবে। একই সাংবাদিকের একই সংবাদ ৫-৭টি পত্রিকা বা অনলাইনে প্রকাশ করা কোন মূলধারার সাংবাদিকতা নয়। এটি এক ধরনের মিডিয়াবৃত্তি। যার সুফল ভোগ করছে সংবাদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আর আপনারা হচ্ছেন তাদের হাতিয়ার।
আপনারা হয়তো মনে করছেন এতে করে আপনার খুব নাম বাড়ছে। কিন্তু না এতে করে মূলত আপনার কোন পরিচয়ই নেই। সকালে যার কাছে আমাদের পরিচয় দিয়েছেন বিকালে তার কাছে অন্য একটি পরিচয় দিতে গিয়ে আপনি তার কাছে একজন অগ্রহনযোগ্য ব্যক্তি হিসেবে গন্য হচ্ছেন।
যা আপনার আড়ালে প্রকাশ করলেও সামনে আপনাকে উৎসাহ যোগায় তাদের সংবাদটি একাধিক পত্রিকায় প্রকাশের স্বার্থে। তাই ক্যারিয়ার গড়তে হলে আপনাকে লক্ষ্য ঠিক করতে হবে। একটি পরিচয়ে পরিচিত হোন এবং নিজেকে গ্রহনযোগ্য ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করুন। সাংবাদিকতা একটি মহান পেশা। আপনার একটি ভুলে আপনার বা এ পেশা সংশ্লিষ্ট সবার ভাবমূর্তি ক্ষুন্ন হবে এটা মনে রাখতে হবে।
Leave a Reply