কলাপাড়া প্রতিনিধি:
কলাপাড়ার লালুয়া ইউনিয়নের ১৯ নং চান্দুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ৪ সদস্যের ম্যানেজিং
কমিটির নির্বাচন গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। অভিভাবক সদস্য পদে ৭ জন
প্রার্থীর মধ্যে সরাসরি ভোট যুদ্ধে ৪ জন নির্বাচিত হন। এর মধ্যে
মোছাঃ পারুল বেগম কলস প্রতীকে ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। মোঃ
লোকমান গাজী মোরগ প্রর্তীকে ১৩২ ভোট পেয়ে বিজয়ি হন, মোঃ
হানিফ খান ফুটবল প্রর্তীকে ১২৯ ভোট পেয়ে বিজয়ি হন ও মোছাঃ
ডালিম বেগম ডালিম প্রর্তীকে ১১৫ ভোট পেয়ে বিজয়ি হন। অপর
প্রার্থীদের মধ্যে মোঃ স্বপন গার্জী (মাছ) ৭৯ ভোট, মোছাঃ সাজেদা
বেগম গোলাপ ফুল ৯৪ ভোট, মোঃ আমির হোসেন (বই) ৩৬ ভোট পেয়ে
পরাজিত হন। মোট ৩৮৫ জন অভিভবাক ভোটার সদস্য ভোট প্রদান করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন ২৮ নং
আইয়ুমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর
রহমান, সহ কারী প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন ১৯
নং চান্দুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সৈয়দ
মোঃ সালেহ উদ্দিন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply