কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ার চান্দুপাড়া গ্রামে অন্যের জমি দখল করে মাছ শুরু করেছে প্রভাবশালী অহিদুল আলম। ইতিমধ্যে জমিতে চারদিক কেটে লেক করা হয়েছে। একই গ্রামের বাদল হাওলাদার লিখিত অভিযোগে জানান, ওই জমি দখলদারের হাত থেকে উদ্ধারের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি আবেদন করেছেন। জানা গেছে, লালুয়ার ১৭ নং জে,এল চান্দুপাড়া মৌজার সামসুল আলমের ১৪২-কে/ ১৯৭৯-৮০ নং বন্দোবস্ত কেসের প্রাপ্ত জমি থেকে ৬৬ শতক জমি ৫১৩৮ নং সাব-কবলা দলিল মূলে চান্দুপাড়া গ্রামের বাদল হাওলাদার ২০১৬ সালের ২১ ডিসেম্বর ক্রয় করেন। ওই জমির কিছু অংশে ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করে ব্যবসা করে আসছেন। তার বাবার অসুস্থ্যতার কারনে চিকিৎসার জন্য তিন মাস বাদল হাওলাদার ঢাকায় ছিলেন। কিন্তু অহিদুল আলম জবরদখল করে বাদলের জমিতে মাছের ঘর করে ফেলে। মাটি কেটে লেক খনন করে জমির ধরন পাল্টে ফেলেছে। বাদল হাওলাদার আরও জানান, অহিদুল আলম ১৩৯-কে/ ১৯৭৯-৮০ নং বন্দোবস্ত কেসমূলে সরকার থেকে ১.৫০ একর জমি পেয়েছেন। যার খতিয়ান নং-৩৬৬, দাগ নং- ১৪৮৬, বর্তমান হাল বিএস দাগ ৪০০৭, ৪০০৯, ৪০১৭, ৪০১৯/ ১৪৮৬, ডি.বি-১,। এই সম্পতি রেখে অহিদুল আলম বাদল হাওলাদারের ৩৩৯ নং খতিয়ানের ১৪৮৯ নং দাগের জমিতে মাছের ঘের করেছে। বেড়িবাঁধ দিয়ে জমির ধরন পাল্টে ফেলেছে। বর্তমানে বাদল হাওলাদার এর প্রতিকার চাইতে ঘুরছেন দ্বারে দ্বারে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাদল হাওলাদারের ৬৬ শতক ছাড়াও শিল্পী বেগমের ২৪ শতক ও শওকত হোসেন বিশ্বাসের ৬০ শতক জমিতে অহিদুল আলম দখল করেছে বলে স্থানীয়দের অভিযোগ। অহিদুল আলম জানান, তিনি গত বছর হজের আগে এসিল্যান্ড অফিস থেকে তাকে এই জমি মেপে দেয়া হয়েছে বলে জানান। কিন্তু এসংক্রান্ত কোন প্রতিবেদন দেখাতে পারেননি।
Leave a Reply