কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া-লোন্দা ব্রিজ সড়কের রজপাড়া কাঁচা রাস্তার সংযোগ পয়েন্টে সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছে ধানখালী ডিগ্রি কলেজের প্রভাষক আতিকুর রহমান শিমুল। শুক্রবার সন্ধ্যায় ধানখালীর বাড়িতে যাওয়ার সময় একদল সন্ত্রাসী তাকে হোন্ডা থেকে নামিয়ে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত শিমুল ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল আলমের ছেলে। কলাপাড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, তিনি এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাননি। পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বৃহস্পতিবার রাতে ধুলাসার ইউনিয়নের তারিকাটা গ্রামে সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছে ছেলে আব্দুল হাই ও তার মা রাবেয়া বেগম।
Leave a Reply