কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া পৌরসভা আয়োজিত মেয়র কাপ ফুটবল লীগ টুনামেন্ট শুরু হয়েছে। শনিবার পহেলা বৈশাখ এমবি কলেজ মাঠে অনুষ্ঠিত মেয়র কাপ ফুটবল লীগ খেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমান। অন্যান্যের মধ্যে ছিলেন কলাপাড়া পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শহীদুল আলম, কাউন্সিলর মাহবুব আলম প্রমূখ। উদ্বোধনী খেলায় পায়রা স্মাট ক্যারিয়ার একাদশ এতিমখানা জয় বাংলা ক্লাব একাদশকে ২-১ গোলো পরাজিত করে জয় লাভ করে। লীগে মোট ১৩ টি দল অংশ গ্রহন করে।
Leave a Reply