আব্দুল হালিম নিশাণ, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক লোকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন হাজী হান্নানুর রহমান রতন মিয়া। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় কাঁচপুর বেহাকৈর এলাকার কালিয়া ভিটা গাবতলা ও বাদরি ভিটা বায়াতুন নূর জামে মসজিদ সংলগ্নে । সাধারন হতদরিদ্রদের মাঝে চালসহ ইফতার বিতরণ করা হয়।
ব্যান্ডিজমীল এলাকার সফল ব্যবসায়ী রতন মিয়া ও মানিক মিয়ার উদ্যোগে পাঁচ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে চাল ও ইফতার সামগ্রী বিতরণ করেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমন (কোভিড-১৯) মানুষের জীবনযাত্রা আজ অনেকটা থমকে গেছে মহামারি করোনা ব্যাধিতে। আকারে রূপ নেওয়া ভাইরাসের সংক্রমন মৃত্যুকূপে। করোনা ভাইরাসের প্রকোপে বাংলাদেশের মানুষও মৃত্যুবরণ এবং সংক্রমিত হচ্ছে।
মহান পবিত্র মাহে রমযানের মাগফিরাতের পবিত্র এই দিনে মানুষের কল্যাণের জন্য দূর্বার গতিতে এগিয়ে চলেছেন হাজী পরিবার। করোনার কারণে মানুষের মধ্যে একধরনের করুনা নেমে এসেছে জীবন বাচাঁনোর তাগিদে। কারণ দীর্ঘদিনের সরকারি ছুটি ঘোষনার ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষের ধোয়াশার এক প্রতিচ্ছবি রুপ ধারণ করেছে তাদের মধ্যে। সে সুচনা অবলম্বন করে মানবতার সেবায় এগিয়ে এসেছেন সফল ব্যবসায়ী-শিল্পপতি ও সমাজসেবক রতন মিয়ার পরিবার। সরকার কর্তৃক প্রতিরোধ ও দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। যে কারণে দেশের নিম্ন আয়ের মানুষেরা হয়ে পড়েছেন অসহায়। তীব্র আর্থিক টানাপোড়নের ভেতর দিয়ে দিনযাপন করতে হচ্ছে তাদের।
এ মহামারি করোনা ভাইরাসের-দুর্যোগে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গরিব ও অস্বচ্ছল মানুষদের পাশে দাঁড়িয়েছেন ব্যান্ডিসমীলের হাজী বংশের পুরো সভ্রান্ত পরিবার। তাদের প্রতিদিনের তালিকায় সাধারন মানুষের সেবায় নিয়োজিত থাকাতে, কিছুটা হলেও মানুষ ধোয়াশা মুক্ত হয়েছে বলে জানাগেছে।
কাঁচপুরের সাধারন খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণ ৫ কেজি পরিমান চাল, ১ কেজি বুট, মুড়ি ১ কেজি, খেজুর আড়াই’শ গ্রাম বিতরণ করেন তারা।
এ বিষয়ে রতন মিয়া বলেন, করোনা ভাইরাস উপলক্ষে বাংলাদেশে এক কঠিন সময় অতিক্রম করছে। এতে করে এলাকার সাধারন খেটে খাওয়া মানুষ অর্থের অভাবে দুর্চিন্তায় পরে গেছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে সাধারন মানুষের পাশে সর্ব সময়ে রয়েছি এবং ভবিষ্যতে থাকবো। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী মানুষের কল্যাণের জন্য সর্ব সময়ে এগিয়ে থাকেন। তাই তার নির্দেশে আমরাও মানুষের কল্যাণে সর্ব সময়ে এগিয়ে যাবো।
মানিক মিয়া বলেন, মানুষ মানুষের জন্য, এই দুর্যোগ কালে মানুষের পেটে খাবার পৌঁছিয়ে দেওয়া এক আত্ম-মানবিকতা। এই অসহায় মানুষের পাশে এখন দাঁড়ালে তারা স্মরণে রাখবে। সে ক্ষেত্রে দেখা গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রীও এবিষয়ে সচ্ছ। তাই সে দিক বিবেচনা করে মানুষের আগাম মাহে রমজানের জন্যও ইফতারি সামগ্রী তাদেরকে দেওয়া হয়েছে। এমন ধরনের মূল্যবান কথাবার্তা পেশ করেন তিনি।
উপস্থিত কালিয়া ভিটা গাবতলা এলাকার সাবেক ৬নং ওয়ার্ডের মেম্বার মো: মতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে হাজী রতন মিয়া পরিবার যেভাবে মানুষের সেবায় এগিয়ে চলেছে। এতে মানুষের প্রতি দোয়া পাবেন। এই করোনা ভাইরাস দুর্যোগে আমাদের সকলকে এগিয়ে আসা উচিত।
আমরা এক বেলা খাবো, পার্শ্ববর্তী এলাকার এক জনে না খেঁয়ে থাকবে। সেটা আমাদের কোন প্রকার মেনে নেওয়া যায় না। কারণ সকলে সকলের জায়গা থেকে এগিয়ে আসার আহব্বান জানান তিনি।
ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, জনাব হাজী মো: হান্নানুর রহমান রতন মিয়া, মো: মজিবুর রহমান মানিক মিয়া, কালিয়া ভিটা গাবতলা এলাকার সাবেক মেম্বার মো: মতিউর রহমান, মো: মোমেন মিয়া, বাদরি ভিটা এলাকার আক্তার মিয়া, মো: যুবায়ের ও মো: বাহাদুর প্রমূখ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply