আব্দুল্লাহ পিন্টু, টাঙ্গাইল : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সারা দিয়ে ব্যক্তিগত তহবিল থেকে টাঙ্গাইল সদর উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরন কার্যক্রম শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন। যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে বন্যা কবলিত অঞ্চল গুলোতে পানি বন্দি জীবন যাপন র্দূবিসহ ও অর্বণনীয় হয়ে পড়েছে। বন্যা কবলিত অসহায় মানুষদের দিন রাত কাটছে অর্ধাহারে-অনাহারে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সংকট। ফলে এসব অসহায় সম্বলহীন বানভাসি মানুষদের জনজীবন রয়েছে আতঙ্কে। স্থানীয় সংসদ এর পক্ষ থেকে আজ কাকুয়া ও গালা ইউনিয়নের প্রায় ৫ শতাদিক পরিবারের মাঝে চাল,ডাল, আলু, বিস্কুট,সাবান, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম খান, কাজী শফিকুল মওলা দোয়েল শহর আওয়ামীলীগ নেতা, ইউনিয়নের স্থানীয় আওয়ামীলীগের ও ছাত্রলীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধি, এবং টাঙ্গাইলের ঐহিয্যবাহী শিক্ষা প্রতিষ্টান হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি (HABHIT) শিক্ষক সহ প্রায় অর্ধশত শিক্ষার্থীরা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply