আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি :
কাতারে আগামী ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২২। কাতার বিশ্বকাপের ‘হাইয়া’ কার্ডধারী মুসলিম দর্শকরা পবিত্র ওমরাহ পালনে মক্কা ও রাসূলের রওজা জিয়ারত করতে পবিত্র মদিনা ভ্রমণ করতে পারবেন। এতে করে ওমরাহ পালনের জন্য কোন নতুন ভিসার প্রয়োজন হবে না বলে জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয়।
সৌদি গণমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদন সূত্রে, সৌদির পররাষ্ট্রমন্ত্রণালয়ের ভিসা বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ আল-শামারি বলেছেন, ‘হাইয়া’ কার্ডধারীর জন্য ভিসা কার্যক্রম পুরোপুরি ফ্রি করা হয়েছে। ই-ভিসার সব খরচ দেশটি বহন করবে। তবে ভিসা প্ল্যাটফর্ম থেকে স্বাস্থ্য বীমা থাকতে হবে। বিশ্বকাপ চলাকালে দুই মাস পর্যন্ত এ সুযোগ চালু থাকবে।
বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার ১০ দিন আগ হতে আগামী ১১ নভেম্বর থেকে সৌদি আরবে প্রবেশ করা যাবে। এবং আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপ শেষ নাগাদ এ সুযোগ থাকবে। এ সময়ের মধ্যে মুসলিম কার্ডধারীরা যখন ইচ্ছা সৌদিতে প্রবেশ করতে ও বাহির হওয়ার সুযোগ পাবেন।এছাড়া কার্ডধারীদের কাতারে প্রবেশেও কোন শর্ত আরোপ করা হয়নি।
উল্লেখ্য যে, কাতার বিশ্বকাপ ২০২২ এ উপস্থিত হওয়া সকল দর্শকদের জন্য ‘হাইয়া’ কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে। খেলা দেখতে যাওয়া সকলকে এই ‘হাইয়া’ কার্ড সাথে বহন করতে হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply