গোলাম সারোয়ার :
গাজীপুরের কাপাসিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থবছরে ন্যশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্প এর আওতায় এআইএফ-২ অনুদানপ্রাপ্ত সিআইজি’র মধ্যে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। ১৯ জুন শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব (পরিকল্পনা) মোঃ তৌফিকুল আরিফ।
উপজেলার টোক ইউনিয়নের সালোয়াটেকী ১৩নং সিআইজি মৎস্য সমিতিকে ১৩টি, দুর্গাপুরের রাওনাট ৮নং সমিতিকে ৭টি, কড়িহাতার পিরোজপুর ১২টি, টাঁদপুরের তিলশুনিয়া ৪টি, রায়েদের হাইলজোর ২১নং সমিতিকে কে ১৪টি করে উপজেলার ৫টি সিআইজি মৎস্য সমবায় সমিতির মধ্যে মোট ৬২টি এয়ারেটর বিতরণ করা হয়েছে। পানির ভেতরে অক্সিজেনের লেভেল ঠিক রাখতে এয়ারেটর বেশ ভূমিকা রাখবে বলে জনান বক্তারা।
ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ মোঃ আলমগীরের সভাপতিত্বে ও শ্রীপুুর উপজেলা এনএটিপি’র সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান নুসির পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন ইউনিটের পরিচালক এসএম মনিরুজ্জামান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব পুলকেশ মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ ও বিভিন্ন সিআইজি মৎস্য সমবায় সমিতির সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মৎস্য চাষ করতে আধুনিক যন্ত্রপাতির বিকল্প নাই। আসুন আমরা বিজ্ঞান, প্রযুক্তি ও কৃষি নির্ভর বাংলাদেশ গড়ে মৎস্য চাষে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হই।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply