চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার কুমিরা ছোট দরগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অ্যাম্বুলেন্সের রোগী আক্কাস মিয়া (৫০) ও চালক সানাউল হক।
কুমিরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার ভোরে অ্যাম্বুলেন্সে করে ক্যানসারের রোগী আক্কাস মিয়া ঢাকা থেকে চট্টগ্রাম আসছিলেন। কুমিরা ছোট দরগাহাট এলাকায় অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রোগী ও চালক নিহত হন। অ্যাম্বুলেন্সে মোট ছয়জন ছিলেন। সবাই কমবেশি আহত হয়েছেন।
নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অ্যাম্বুলেন্সটিকে উদ্ধার করেছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply