কালকিনি, (মাদারীপুর)প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মোঃ মিরাজ মোল্লা-(৩৮) নামের একজন হুন্ডি ব্যবসায়ীকে ৫২হাজার টাকাসহ আটক করেছেন থানা পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। সে উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের সোহরাব মোল্লার ছেলে। এসময় তার কাছ থেকে নগদ ৫২হাজার টাকা ও ৪টি ফাঁকা চেক উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা এএসআই অভিজিৎ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে মঙ্গলবার সন্ধায় আটক করেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ এমদাদুল হক বলেন, তাকে হুন্ডির টাকা লেনদেনের সময় আটক করা হয়। এবং তার বিরুদ্ধে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply