জাকির হোসেন ঃ
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আন্ডাচর গ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয় । খেলায় অংশ গ্রহন করে ইলেভেন সুপার স্টার এবং রাদিন একাদশ। ইলেভেন সুপার স্টার ০৪ এবং রাদিন একাশদ ০১ গোলে পরাজয় বরণ করে। অবশেষে পুরুস্কার বিতরনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ১ম পুরুস্কার ৩২ইঞ্চি এল.ই.ডি টিভি এবং ২য় পুরুস্কার ২১ইঞ্চি কালার টিভি। সেরা খেলোর হিসাবে বিবেচিত হন হাচান হাওলাদার। অনুষ্ঠানে অংশগ্রহন করে বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা এমদাদুল হক হাওলাদার এবং প্রধান অথিতি এ্যাডভোকেট রেকসনা,বাংলাদেশ সৃপ্রীমকোড,আরও অংশগ্রহন করে বিশিষ্ট সমাজ সেবক জানব আব্দুল হাই মোল্লা ,জনাব মোঃ রাজ্জাক মোল্লা , জানব গিয়াসউদ্দিন মোল্লা ,জনাব হাজী ফিরোজ হাওলাদার,ডাঃ নেপাল চন্দ্র দাস ,নবারুন উচ্চ বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক সিদ্দিকুর রহমান সবুজ ও আন্ডারচর উচ্চ বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক মোঃ শহিদুল ইসলাম এবং আন্ডাচর ফুটবল টুর্নামেন্টের সকল কার্যকরী সদস্য বৃন্দ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply