মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরিফা আক্তার বিথী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে উপজেলার ৯৮টি কেন্দ্রে ভোট গ্রহন চলে।
এতে সাংবাদিক মোঃ শাহিদুল ইসলাম তালা প্রতীক নিয়ে মোট ৯১২২ ভোট ও আরিফা আক্তার বিথি কলস প্রতীক নিয়ে মোট ২৫৬১৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ও উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা শেখ মোহাম্মদ বদরুদ্দিন এ ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই এ নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রশাসনের সার্বিক সহযোগীতায় এ নির্বাচন সুষ্ঠ ও নীরপেক্ষ হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply