মোমিনুল ইসলাম জামালপুর থেকে :
জামালপুর শহরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আব্দুল মান্নান (৪৫) নামে একজন ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুল মান্নান মেলান্দহ উপজেলা ফুলকোচা ইউনিয়নের রেখির পাড়া গ্রামের চাঁন মিয়ার সন্তান। তিনি জামালপুর শহরের নাওভাঙ্গার চরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
স্হানীয়রা বলছে, কালবৈশাখী ঝড়ের সময় মান্নান তার ইজিবাইকটি নিয়ে শহরের পাথালিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ইজিবাইকটি সিভিল সার্জন কার্যালয়ের সামনে পৌঁছালে রাস্তার পাশে থাকা একটি গাছের ডাল ভেঙে ইজিবাইকের উপর পড়লে, সেখানেই মান্নান চাপা পড়ে। এতে ঘটনাস্হলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আফসার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। সেখানে স্থানীয়দের সহযোগিতায় ইজিবাইকের উপর ভেঙে পড়া গাছের বড় ডালটি সরিয়ে মান্নানের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে ইজিবাইকটিতে কোনো যাত্রী ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।নিহত মান্নানের স্ত্রী সহ তিন ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply