সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : সিলেটের জালালাবাদ কলেজ ছাত্রলীগ নেতা শাহিন ও আরিফের উপর হামলাকারী শিবির সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা ছাত্রলীগের সৌজন্যে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ আগস্ট বুধবার সকাল ১১ টায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে মিছিলটি কালিহাতী কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় কলেজ ক্যাম্পাসে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান তুহিন, যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য মাজহারুল ইসলাম কুয়াশা, কালিহাতী পৌর ছাত্রলীগের আহবায়ক রিমন হোসেন, পৌর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এইচ.এল হৃদয়, কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক জাহিদ হোসেন, যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন ও সোহাগ প্রমুখ।
Leave a Reply