আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের মরিচা এলাকায় দীর্ঘদিন ধরে চলছে রমরমা জুয়ার আসর। আর এই আসরে জুয়া খেলার পাশাপাশি চলে মাদক সেবনও। এ নিয়ে এলাকাবাসী বারবার অভিযোগ দিলেও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহন করেনি। ফলে দেধারছে চলছে এই জুয়ার আসর।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় জুয়া খেলা চললেও প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় এলাকায় আইনশৃংখলার চরম অবনতি হতে শরু করেছে। তবে মাঝে মাঝে জুয়ারুরা তাদের স্থান পরিবর্তন করলেও থেমে নেই তাদের এই জুয়া খেলা। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈনিক নেতা ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় মকবুল মেম্বার দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে এই জুয়া খেলা। তবে মাঝে মাঝে অভিযানের নামে চলে নাটক। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক এলাকাবাসী জানান, প্রশাসনকে তথ্য দেওয়ার একটি পরেই দেখা যায় জুয়ারুরা তাদের সব কিছু গুছিয়ে সটকে পড়ে। এর কিছুক্ষন পরেই সেখানে পুলিশ এসে কাউকে না পেয়ে ফিরে যায়। হারেচ নামের এক কৃষক জানান, প্রশাসনকে জুয়া খেলার বিষয়ে খবর দিলে তারা আবার জুয়ারুদের জানিয়ে দেয়। এরপরই জুয়ারুরা সেখান থেকে চলে যান। পরে পুলিশ নামে মাত্র সেখানে এসে কাউকে না পেয়ে আবার চলে যায়।
এদিকে বিভিন্ন মহলের চাপের কারনে মরিচা এলাকায় বনের ভেতর জুয়া খেলা বন্ধ থাকলেও তারা স্থান পরিবর্তন করে এখন নির্ভিঘ্নে সেই জুয়ার আসর বসানো হয়েছে নৌকার মধ্যে। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে গভীর রাত পর্যন্ত নৌকার মধ্যেই ভাস্যমান অবস্থায় চলছে এই জুয়া খেলা।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, জুয়া খেলার বিষয়ে জানতে পেরে কয়েকদিন পুলিশ পাঠানো হয়েছিল। তবে নৌকাটি ভাস্যমান অবস্থায় থাকার কারনে কাউকে আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply