সোহেল রানা, কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার যদুরপাড়া মোড়ে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত এবং আরো ৩ জন গুরুতর আহত হয়েছে।
২২ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোহেল রানার ন্ত্রী রনি বেগম (২৬) এবং মৃত তোরাপ আলীর ন্ত্রী তারাবানু (৬০)। আহত হয়েছেন সোহেল রানা, অন্তর ও আবুল কাশেম। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বড় বিন্যাফৈর এলাকায়।
প্রতক্ষ্যদর্শীরা জানান নিহতরা সিএনজিযোগে ভূঞাপুরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী ২ নারী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সিএনজির চালকসহ ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে যান চলাচল স্বাভাবিক করে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply