সোহেল রানা :
টাঙ্গাইলের কালিহাতীতে মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) টাঙ্গাইল জেলা শাখা’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর রবিবার কালিহাতী উপজেলার এলেঙ্গা শামসুল হক সরকারি কলেজের সামনে রাস্তায় মানববন্ধনে বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের তিনশতাধিক শিক্ষক অংশ নেন। ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিও এবং শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবীতে দেশ ব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে টাঙ্গাইল জেলা স্বাশিপ এ মানববন্ধনের আয়োজন করেন।
টাঙ্গাইল জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় মানববন্ধন পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাকশিস কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, টাঙ্গাইল জেলা স্বাশিপের নেতা অধ্যক্ষ আনন্দ মোহন দে, স্বাধীনতা শিক্ষক পরিষদ কালিহাতী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, গোপালপুর উপজেলা শাখার নেতা অধ্যক্ষ জিল্লুর রহমান, স্বাশিপের কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক রোকনুজ্জামান, প্রধান শিক্ষক আব্দুল মালেক প্রমুখ।
বক্তারা শিক্ষকদের দাবী মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান। তারা নির্যাতিত রোহিঙ্গাদের অবিলম্বে তাদের নিজ দেশ মায়ানমারে স্ব-সম্মানে বাসযোগ্য করার জন্য বাংলাদেশ সরকার ও মায়ানমার সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply