শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৪৫ অপরাহ্ন

কালিহাতীর সহদেবপুরে মসজিদের ভূমি কেটে মাটি বিক্রির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৪ Time View

 

 

 

আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর উত্তরপাড়া জামে মসজিদের ভূমির মাটি কেটে বিক্রির অভিযোগ ওঠেছে। ওই গ্রামের বালু ব্যবসায়ী আনোয়ার হোসেন সরকারি দলের ক্ষমতার দাপট দেখিয়ে ওই মাটি কেটে নিয়েছে।

জানাগেছে, সহদেবপুর মৌজার ৭৭২ সাবেক খতিয়ানের ৪৩০নং দাগের পাঁচ শতাংশ ভূমি সহদেবপুর উত্তরপাড়া জামে মসজিদের। ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে বালু ব্যবসায়ী আনোয়ার হোসেন স্থানীয় সংসদ সদস্যের দাপট দেখিয়ে ওই গ্রামের সরকারি খাস ক্ষতিয়ানের ভূমির মাটি-বালু কেটে বিক্রি করেছেন। একই সাথে মসজিদের পাঁচ শতাংশ ভূমির মাটি ২০-২৫ ফুট গভীর করে কেটে বিক্রি করেছে। মসজিদের ভূমির মাটি-বালু কেটে বিক্রি করায় স্থানীয় মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় মুসল্লি আলতাফ মিয়া, বিশু মিয়া, সোলায়মান হাসান, আবুল বাদশা, জাহিদুল ইসলাম, তোফা মিয়া, শহীদুল ইসলাম, সোহেল, কামরুল ইসলাম, সোমেল সহ অনেকেই জানান, বালু ব্যবসায়ী আনোয়ার হোসেন (আনার) স্থানীয় সংসদ সদস্যের দাপট দেখিয়ে এলাকার সরকারি খাস খতিয়ানের জমি থেকে প্রচুর বালু-মাটি বিক্রি করে দিয়েছেন। সম্প্রতি তিনি মসজিদের পাঁচ শতাংশ ভূমির মাটি কেটে বিক্রি করে দিয়েছেন। তারা মসজিদের জায়গার মাটি বিক্রিকারী আনোয়ার হোসেনের শাস্তি দাবি করেন।

বালু ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, তিনি আগে বালুর ব্যবসা করতেন। এলাকায় অহেতুক শত্রুতা সৃষ্টি হওয়ায় এখন তিনি বালু বা মাটি উত্তোলন করেন না। বালুর ব্যবসাও করেননা।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়