এনামুল হাসান,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
কালীগঞ্জে পৃথক স্থানে দুই নারী আত্মতহ্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে। দীর্ঘদিন অসুস্থ থাকায় অসহ্য যন্ত্রণায় নুরজাহান বেগম নামে এক বৃদ্ধা তার নিজ ঘরের আঁড়ের সাথে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বধুবার সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ^রপুর গ্রামের মো. সফিরউদ্দিনের বাড়িতে ঘটনাটি ঘটেছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) মো. আলালউদ্দিন বলেন, বাহাদুরসাদী ইউনিয়নের ঈশরপুর গ্রামের মৃত মো. মাতবর আলীর স্ত্রী নুরজাহান বেগম (৮৫) দীর্ঘদিন যাবত শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। তার পরিবার হতদরিদ্র। অসুস্থ হওয়ার পর কেউ তার কোনো খোঁজখবর রাখে না। সে শারীরিক অসুস্থতার যন্ত্রণায় গতকাল বুধবার সকালে নিজ বাড়ির মাটির ঘরের আঁড়ের সাথে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
এদিকে কালীগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ড ভাদার্ত্তী গ্রামে পারিবারিক কলহের জেরে সুমি বেগম (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে স্বামী আরমান মিয়ার বাড়িতে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, ভাদার্ত্তী গ্রামের মো. আরমান মিয়ার স্ত্রী পারিবারিক কলহের জেরে ঘরের আঁড়ের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে পরিবারের লোকজন ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনাটি জানার পর পুলিশ হাসপাতাল থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। গৃহবধূ আত্মহত্যা করেছে বলে তার স্বামীর পরিবারের পক্ষে দাবি জানান।
তবে ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে এস আই জানান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply