আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় মনজুমা খাতুন (৫৫) নামের এক মহিলা নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামি ১০ চাকার একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে নিহত হয়। নিহত মনজুমা রঘুনাথপুর গ্রামের বসির উল্লাহর স্ত্রী।
অপর দিকে দুপুর ১২টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা এলাকায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ বাসযাত্রি আহত হয়েছে। বাসটি কোটচাঁদপুর থেকে কালীগঞ্জের দিকে আসছিল।
Leave a Reply