(কালীগঞ্জ উলুখোলা থেকে ২০ বছরের আরিফ মিয়া অটোগাড়ী সহ অপহরণ। প্রশাসনের নিরব ভূমিকা। এলাকাবাসীর ভাষ্য গরীবের সন্তান বলে বিচার নাই, বড়লোকের ছেলে হলে লক্ষ লক্ষ টাকা খরচ করলে এদেশে অনেক বিচার হয়।)
আব্দুর রহিম :
বাংলাদেশ সরকারের অটোরিক্সা-অটোগাড়ী নিয়ে বেশ কিছু নিয়মকানুন থাকলেও এই সেক্টর কেন্দ্র করে প্রায় কয়েক লক্ষ মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে। একদিকে প্রশাসনের নিয়ম-নীতি অন্যদিকে বিভিন্ন চাঁদাবাজদের দৌঁরাত্ম্যে অটো ব্যবসায়ী এবং চালকরা দিশেহারা।
অন্যদিকে কিছু দূর্বৃত্তরা কিছুদিন পরপর অটোরিক্সা এবং অটোগাড়ী চুরি করে নিয়ে গরীব-অসহায় মানুষদেরকে বসিয়ে দিচ্ছে রাস্তায়। অনেক সময় অটোগাড়ী সহ চালককে করছে অপহরণ। কিন্তু গরীব হওয়ার অপরাধে ভুক্তভোগী এবং তাদের পরিবার পাচ্ছে না কোন বিচার। কালীগঞ্জ থানার সেনপাড়ায় বসবাস করেন মোঃ মোর্শেদ মিয়া, তার ৪ ছেলের মধ্যে তৃতীয় ছেলে আরিফ মিয়া (২০), সে কালীগঞ্জ উলুখোলা থেকে আব্দুল্লাহ্পুর পর্যন্ত অটোগাড়ী চালায়।
গত ০৮/১১/২০২০ ইং অনুমান সকাল ৮ ঘটিকার সময় অটোগাড়ী নিয়ে বাড়ী হইতে বাহির হয়ে যায়। পরবর্তীতে সে যথাসময়ে বাড়ীতে আসে নাই। সে বাড়ীতে না আসায় তাহার ব্যবহৃত মোবাইল নং- ০১৪০৮৫৪৭৩১১, ০১৩১০৫৭২৫৫৯ নাম্বারে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তারপর হইতে তাহার আত্মীয় স্বজনরা মোঃ আরিফ মিয়াকে কালীগঞ্জ এলাকা ছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা বরাবর একটি সাধারণ ডায়েরী করেন।যাহার নং- ৩০৯, তাং- ০৯/১১/২০২০ ইং।
এছাড়া কোম্পানী কমান্ডার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পোড়াবাড়ী ক্যাম্প গাজীপুর বরাবর মোঃ আরিফ মিয়ার বর্ণনা দিয়ে একটি অভিযোগ করেন। এই ঘটনা জানাজানি হলে কালীগঞ্জ থানা পুলিশ আলামীন, রুবেলকে আটক করে তথ্য সংগ্রহ করে তাদেরকে ছেড়ে দেয় বলে জানা যায়।
মূল আসামীদেরকে ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানায় অফিসার ইনচার্জ এ.কে এম মিজানুল হক এই বিষয়ে এস.আই রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং শেরপুরের কয়েকজনকে সন্দেহ করা হচ্ছে। এদিকে অপহরণ হওয়া আরিফ মিয়ার পরিবার জানান, উত্তরখানের মুন্ডায় বসবাসরত বাবু, পিতা- রুস্তম, বাড়ী- ঝিনাইগাতী থানার আয়নাপুর গ্রামে, অন্যজন সোহাগ, উত্তরখানের মুন্ডায় বাবুর সাথে বসবাস করতো। গ্রামের বাড়ী- বাঘেরভিটা, ঝিনাইগাতী।
অনুসন্ধানে জানা যায়, অপহরণ হওয়া আরিফ মিয়ার পিতা মোর্শেদ দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে জানান, উত্তরখান মাষ্টারপাড়ার সুন্দরী রেখার ছেলে সাব্বির তাকে জানিয়েছে চুপচাপ বাসায় ঘুমিয়ে থাকেন আপনার ছেলে পাবেন। তিনি আরো জানান, আমার স্পষ্ট ধারণা আমার ছেলে বেঁচে আছে এদের মধ্যে একটি কু-চক্রী মহল আমার ছেলেকে আটকে রেখেছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply