কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পরিবার পরিবল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের মা ও শিশু স্বাস্থ্য পরিচালক ডা: মোহাম্মাদ শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জানে আলম মিয়া (বিরু)।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল পারভেজ, সহকারী পরিচালক বিএম মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামচুন্নাহার মিনা জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: নাঈম তালুকদার, ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস, মো. মাসুদ রানা প্রমুখ।
কর্মশালায় মূল বিষয়বস্ত উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার ডা. এবিএম সামছুদ্দিন আহম্মেদ। কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply