মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধিঃ
মিয়ানমারের গুটির হামলায় যখন দেশ লন্ডভন্ড, তাদের স্বরযন্ত্রের নিক্ষিপ্ত ইয়াবার জালে যখন দেশের মাদক সেবীর সংখ্যা প্রতিদিন বেড়ে চলছে, তখনী রাজাকার সমতুল্য এসব ইয়াবা ব্যবসায়ীরা কালো টাকা আয়ের উৎস হিসাবে বেছে নেয় এই ইয়াবার, যার অপর নাম মরন যা সেবনে হবে জাতী মেধাশূন্য, যা সেবনে আগামী প্রজন্ম হবে প্রতিবন্ধি, বর্তমানে দেশে ইয়াবার চাহিদা প্রতিদিন ৬০/৭০ লক্ষ, যার সেবনকারী বেশীর ভাগ ছাত্র-ছাত্রী, পারিবারিক হতাশাগ্রস্থ ব্যক্তি থেকে শুরু করে সরকারী/বেসরকারী কম বেশী অনেকেই, দেশে বর্তমানে হাজার হাজার ডিলার লক্ষ লক্ষ খুচরা বিক্রেতা আছে, গজিয়ে উঠেছে ইয়াবার গডফাদার।
লক্ষ করলে দেখা যায় আগে কিছুই ছিলো না হঠাৎ করে বাড়ী গাড়ী সহ বিশাল পরিবর্তন। তেমনি একজন নরসিংদীর কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী মোবারক ফরাজী, বছর দুই এক আগে ছিল বেকার।পিতার ২য় সংসারের ছেলে মোবারক, যেখানে পরিবার দিন আনে দিন খায়, সেখানে মোবারক ফরাজী এখন কোটি কোটি টাকার মালিক, প্যারাডো গাড়ি দুই তিনটি প্রাইভেট কার আছে, আট/দশটি মটর বাইক, এগুলো সবি ব্যবহার হয় ইয়াবা বহনে। বাড়ীতে বহুতল ভবন নির্মান সহ আট/দশ বিঘা জমি ক্রয়, ব্যাংকে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স।
সত্যিই রূপকথার আলাউদ্দীনের চেরাগের গল্পের মতই। তার এই অবৈধ ব্যাবসার অন্যতম হোতা তার আপন বোন হনুফা ও তার স্বামী, ছোট বোন আলেয়া সহ নরসিংদীর ইয়াবা ডিলার অনিক, এভাবে সারা দেশেই ছড়িয়ে আছে তার শত শত ডিলার। বুধবার নরসিংদী ডিবির হাতে ধরা পড়ে এই কুখ্যাত দেশদ্রোহী মোবারক ফরাজী।
চোরের দশ দিন গিরস্থের একদিন এমনটাই ঘটেছে ইয়াবা ব্যবসায়ী মোবারকের বেলায়, নিয়মিত মাদক ব্যবসার আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
অবঃশেষে কুখ্যাত ইয়াবা ব্যাবসায়ী এখন জেলে, এখন দেখা যাবে প্রশাসনের ক্ষমতা, মোবারককে রিমান্ডে এনে জিজ্ঞাসা করলেই বের হয়ে আসবে থলের বিড়াল, কোথা থেকে কিভাবে আসে ইয়াবা, বের করতে হবে এর রহস্য। নাকী ইয়াবা ব্যবসায়ীর কালো টাকার ক্ষমতায় কোন অদৃশ্য অপছায়ার ঘৃণিত দুর্গন্ধময় বাতাসে থেমে যাবে প্রশাসন, জয় হবে ইয়াবার।
এই দেশে দেখতে পাই অনেক কিছু, চোখ থাকতেও দেখি না, বুঝি একটাই বঙ্গবন্ধুর বাংলাদেশে থাকবে না অপছায়া, উড়বে বিজয়ের পতাকা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply