নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। আহত গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের কালিবাড়ি বাজারে। ওই গ্রামের সুজন দাসের স্ত্রী আহত গৃহবধু শিখা দাস (২৯) জানান, একই গ্রামের আশুতোষ মল্লিকের পুত্র ২ সন্তানের জনক দীপংকর মল্লিক (৪৪) গত ৪ বছর ধরে বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব সহ উত্যক্ত করে আসছে। তিনি আরো জানান, স্বামী কাজের জন্য বাড়িতে না থাকার সুযোগে স্বামীর বন্ধু ওই দীপংক মল্লিক প্রায়ই সুজনের বাড়িতে যায় ও বিভিন্ন সময় মোবাইল ফোনে কথা হয়। কিন্তু পরবর্তীতে সে কুপ্রস্তাব দিলে তাদের বাড়িতে যাওয়া নিষেধ ও মোবাইলে কথা বলা বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অশালীন কথা প্রচার করে। এ নিয়ে গতকাল বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় কালিবাড়ি বাজারের মোজাম মেকারের দোকানের সামনে বসে ওই যুবককে জিজ্ঞাসা করা হলে সে গৃহবধুকে বিভিন্ন অশালীন কথা বর্তা বলে ও মারধর করে রক্তাক্ত করে। এ ব্যাপরে অভিযুক্ত দীপংকর মল্লিকের সাথে কথা হলে তিনি জানান, ঘটনার সময় ওই গৃহবধু তার (দীপংকর) জামার কলার ধরে জুতা পেটা করতে চাইলে সে নিজেকে রক্ষার্থে ছিটা দিয়ে দৌড়ে পালানোর সময় কোন ভাবে আঘাতে সে রক্তাক্ত হয়েছে। এ ব্যাপারে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ঘটনাটি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply