মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা।
সোমবার (০৮ মে ২০২৩ খ্রিঃ) সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. নাছিমা আকতার।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, সকল উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বৃন্দ, তত্ত্বাবধায়ক – মালিগাঁও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, দাউদকান্দি, জুনিয়র কনসালটেন্ট – বক্ষব্যাধি ক্লিনিক, সকল উপজেলার মেডিকেল অফিসার-রোগনিয়ন্ত্রণ বৃন্দ, সরকারের স্বাস্থ্য উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, কুমিল্লা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
সভার শুরুতে বিগত মাসিক সমন্বয় সভার কার্যবিবরণী পাঠ, অগ্রগতি পর্যালোচনা ও অনুমোদন নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন উপজেলার মেডিকেল অফিসার- রোগ নিয়ন্ত্রণ বৃন্দ সমগ্র জেলার বিষয়ভিত্তিক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তারা উপস্থাপনায় সমগ্র কুমিল্লা জেলার ইমার্জেন্সি,ইনডোর, ওপিডি,মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, ইপিআই, যক্ষা,কমিউনিটি ক্লিনিক ও পুষ্টি বিষয়ক সার্বিক চিত্র তুলে ধরেন।
এবারের মাসিক সমন্বয় সভায় ডা. মোস্তফা জামান আশিক (মেডিকেল অফিসার- রোগ নিয়ন্ত্রণ, তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স)-কে শ্রেষ্ঠ উপস্থাপনকারী হিসেবে বিচারকমণ্ডলী মনোনীত করেন।
সিভিল সার্জন মহোদয় মেডিকেল অফিসার-রোগ নিয়ন্ত্রণ বৃন্দের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রশংসা করেন এবং কুমিল্লা জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
মাসিক সমন্বয় সভা শেষে সিভিল সার্জন কার্যালয়ের সদ্য বিদায়ী দুইজন মেডিকেল অফিসার ডা:জান্নাতুল ফেরদৌস জয়া এবং ডা: আবদুল্লাহ আল সাকি কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply