মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুকুর পরিবেশ ভারসাম্য রক্ষায় আমাদের সমাজে ‘পরিচ্ছন্ন কর্মী’ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব্ পালন করে। তাই জীববৈচিত্র ও পরিবেশ ভারসাম্য রক্ষায় প্রাণিক‚লকে টিকিয়ে রাখার দায়িত্ব মানবক‚লের।
সোমবার (২৪ অক্টোবর ২০২২ খ্রিঃ) সকাল ১১টায় স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় সরকার মন্ত্রনালয় ও পাণিসম্পদ মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত জাতীয় জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে ‘অবহিতকরণ’ সভায় বক্তারা ওই বক্তব্য তুলে ধরেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. মঞ্জুর রহমান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডাঃ সাহাদাত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরে এমডিআর সুপার ভাইজর মো. শরিফুল ইসলাম, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ।
Leave a Reply