Amar Praner Bangladesh

কুমিল্লার নতুন পুলিশ সুপার আবদুল মান্নান

 

 

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

 

কুমিল্লা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন আবদুল মান্নান বিপিএম। গতকাল (৩ অগাস্ট ২০২২ খ্রিঃ) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১) এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়। একই আদেশে দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়।

পুলিশ সুপার আবদুল মান্নান এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্মরত ছিলেন। তার জন্মস্থান গাজীপুরে জেলার জয়দেবপুর । তিনি ২০০৬ সালে আগস্টের শেষের দিকে বিসিএস ২৫ ব্যাচে হিসেবে পুলিশে যোগদান করেন। চলতি সপ্তাহে তিনি কুমিল্লায় যোগ দিবেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।