মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
সাধারণ মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে কুমিল্লা মডার্ন হাসপাতালে উদ্বোধন হল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (আইসিইউ, এইচডিইউ)।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) বেলা ৩ টায় কুমিল্লার শাকতলায় “মডার্ন হসপিটালে ” আইসিইউ, এইচডিইউ’র উদ্বোধন করা হয়।
ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (আইসিইউ,এইচডিইউ) উদ্বোধন করেন কুমিল্লা বিএমএ ও স্বাচিপ সভাপতি ডাঃ আব্দুল বাকী আনিস।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজ এর পরিচালক ডা.মো.মহিউদ্দিন,কুমিল্লা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মাহাবুবুল ইসলাম মজুমদার,কুমিল্লা মেডিকেল কলেজ এর মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা.এম রেজাউল করিম,বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা.আতাউর রহমান জসিম,স্বাচিপ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা.মুর্শেদুল আলম,ড্যাব কুমিল্লার সভাপতি ডা.নিলুফা পারভীন, এনডিএফ কুমিল্লার সভাপতি ডা.মজিবুর রহমান।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নাজমুল হাসান চৌধুরী নাসিম,শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আজিজুল হোসেন,শিশু সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সুকুমার চক্রবর্তী,সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ইয়াহিয়া মান্না,সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর হোসেন ভূইয়া,কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ বেলাল হোসেন,ডাঃ তোফায়েল আহমেদ, ডাঃ আতোয়ার রহমান,প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুজিবুর রহমান,পরিচালকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত ইউনিটের চীফ এডভাইজার ও আইসিইউ’র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থিসিয়া বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আবুল বাশার।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply