মোঃআবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা রেলস্টেশন সংলগ্ন শাসনগাছা রেলক্রসিংয়ে ঢাকামুখী মালবাহী ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ও আহতরা জানান, সকালে ফরিদ মুন্সী নামের এক ব্যক্তি পরিবার নিয়ে অটোরিকশাযোগে শাসনগাছা রেলওয়ে ক্রসিং অতিক্রমকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের মুখে পড়লে তা প্রায় ১০০ মিটার দূরে নিয়ে যায়।
গুরুতর আহতাবস্থায় অটোরিকশাচালক ও তিন যাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা অটোরিকশাযাত্রী ফরিদকে (৭০) মৃত ঘোষণা করেন। আহতরা হলেন- নিহতের স্ত্রী পেয়ারা বেগম (৫৫) ও মেয়ে আঁখি আক্তার (১৬) ও নিহতের ভাগিনা সিএনজিচালক রাকিবুল (৩০)।
আহতরা জানান, নিহত ফরিদ ডাক্তার দেখানোর জন্য কুমিল্লায় আসছিলেন। তার বাড়ি জেলার দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন সিরাজী জানান, দুর্ঘটনার পর পুলিশ দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি সরিয়ে নিয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply