Amar Praner Bangladesh

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনায় দোয়া

 

 

মোঃ আবদুল আউয়াল সরকার :

 

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ী দুর্ঘটনায় আহত কৃষক লীগের নেতাকর্মীদের সুস্থতা কামনা করে “নিরাপদ চালক চাই”সংগঠনের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই ২০২২ খ্রিঃ বিকেলে কুমিল্লা ট্রমা সেন্টারে সড়ক দূর্ঘটনায় আহত কুমিল্লা মহানগর কৃষক লীগের যুগ্ম আহবায়ক জুনায়েদ সিকদার তপুকে দেখতে যান নিরাপদ চালক চাই সংগঠনের সদস্যরা। এসময় অসুস্থ সকলের দ্রত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য যে, সোমবার বিকেলে কুমিল্লার ঢাকা – চট্টগ্রাম মহা সড়কের হাওড়াতলী এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দূঃর্ঘনা ঘটনা ঘটে, এতে কুমিল্লা মহানগর কৃষক লীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক জুনায়েদ শিকদার তপুসহ ২ নং ওয়ার্ড কৃষক লীগের আহবায়ক আবু হেলাল উদ্দিনসহ সকলকে উদ্ধার করে নগরীর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে মোঃ খোরশেদ আলম এবং হেলাল উদ্দিন ঢাকায় এবং
জুনায়েদ সিকদার তপু কুমিল্লা ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আছেন। দূর্ঘটনায় তাদের বুকে আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরতর আঘাত লাগে।

কুমিল্লা ট্রমা সেন্টার হাসপাতালে সড়ক দুর্ঘটনায় শিকার নিরাপদ চালক চাই সংগঠনের উপদেষ্টা এবং কেটিসিসিএ লিঃ এর ভাইস চেয়ারম্যান জোনায়েদ সিকদার তপু ভাইকে দেখতে হাসপাতালে ছুটেযান নিরাপদ চালক চাই সংগঠনের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ চালক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আজাদ সরকার লিটন, সদস্য প্রধান শিক্ষক নাছিমা আক্তার রত্না, ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকার, ওমর ফারুক ভূইয়া, খোরশেদ আলম,বেলায়েত হোসেন, বিল্লাল হোসেন, আব্দুর রহমান প্রমুখ।

জুনায়েদ সিকদার তপুকে দেখার পর অসুস্থ সকলের দ্রুত সুস্থতা কামনা করেন নিরাপদ চালক চাই সংগঠনের সদস্যরা।