শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন

কুমিল্লা মেডিকেল কলেজ একদিন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে- এমপি বাহার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৭ Time View

 

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি :

 

মনোমুগ্ধকর আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ এলামনাই সোসাইটির আয়োজনে কলেজ দিবস ও পুনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (১৯ মার্চ-২০২৩ খ্রিঃ) দিনব্যাপী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠান শুরুতে জাতীয় সঙ্গীত,বেলুন উড়িয়ে ও কেক কেঁটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি বক্তব্যে এমপি বাহার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন প্রতিটি বিভাগীয় স্থানে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। তারই ধারাবাহিকতায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় একদিন কুমিল্লা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে। কুমিল্লা মেডিকেল কলেজকে বিভাগীয় বিশ্ববিদ্যালয় কলেজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, দেশের মানুষের স্বাস্থ্যসেবার জন্য প্রতিটি হাসপাতালকে উন্নত চিকিৎসা সেবার লক্ষ্যে মেডিকেল ছাত্রছাত্রীদের পড়াশোনায় ভালো হতে হবে এবং দেশের মানুষের সেবা দিতে হবে। আল্লাহর পরে ডাক্তারদের মানুষ বিশ্বাস করে। বিশ্বাস ও আস্থার জায়গায় থেকে মানুষের সেবা করতে হবে।

বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালও অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। রোগী যখন অসুস্থ অবস্থায় আসে তখন আল্লাহর পরে আপনাদের (চিকিৎসক) বিশ্বাস করে। বিশ্বাসের জায়গাটাকে নষ্ট করবেন না।একজন ডাঃ মনে প্রানে কাজ করলে রাজনীতিবিদের চেয়ে বেশি কাজ করতে পারে মানুষ হিসেবে।মানুষের আস্থার চেয়ে বড় কিছু না। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের আস্থা গ্রহন করে দেশ স্বাধীন করেছেন।মানুষের স্বপন্ বাস্তবায়ন করেছেন।

এলামনাই সোসাইটির সভাপতি ডাঃ মোঃ খালিদ ইবনে শহীদ খাঁন রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি বক্তব্য রাখেন,কুমিল্লা বিএমএ ও স্বাচিপ সভাপতি ডাঃ আব্দুল বাকি আনিছ, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আতাউর রহমান জসিম, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ ইজাজুল হক, কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মহসিনুজ্জামান চৌধুরী,এলামনাই সোসাইটির সাধারন সম্পাদক ডাঃ মাহফুজুর রহমান বাদল।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, এলামনাই সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডাঃ গোলজার হোসেন উজ্জল।

আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি চেক ও বিতর্ক প্রতিযোগিতায় ৩ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়