হাসনাত রাব্বু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
আবারও আলোচনায় এসেছে একাধিক হামলাকারী আব্দুল কুদ্দুস। কুষ্টিয়া হরিপুর ইউনিয়নের দি ওল্ড মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি বেপরোয়া এই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এবার এক রিকশা চালকে অন্যায়ভাবে মারধোরের ঘটনায় তার বিরুদ্ধে ফুসে উঠে রিকশা চালকরা। তার অশালীন কথাবার্তায় ক্ষিপ্ত হয়অবশেষে স্থানীয় জনতা ও রিকশা চালকদের গণধোলাইয়ের শিকার হয় বেপরোয়া কুদ্দুস। এতে আবারও আলোচনায় এসেছে এই বেপরোয়া কুদ্দুস।
জানা যায়, কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে আজ আব্দুল কুদ্দুস উল্টো পথে মটরসাইকেল চালিয়ে যাচ্ছিল আব্দুল কুদ্দুস। এ সময় অপর দিক থেকে আসা উসমান গনি (৪৫) নে এক রিকশা চালকের সাথে তার মটরসাইকেল ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে কুদ্দুস ওই রিকশা চালককে এলোপাতাড়ি মারপিট করতে থাকে । তার মটরসাইকেলের চাবির আঘাতে ওই রিকশা চালকের একটি চোখ দিয়ে রক্ত ঝরতে থাকে।
এময় তার অমানবিক এমন আচরণ দেখে প্রতিবাদে ছুটে আসে আসপাশের লোকজন ও কয়েকজন রিকশা চালক। এসময় তাদের উল্টো হুমকি ধামকি দিলে তার আচরণে ক্ষিপ্ত হয়ে উত্তমমাধ্যম দিয় স্থানীয়রা। পরে আহত রিকশা চালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহত ওমর আলী কুষ্টিয়া চরথানাপাড়ার বাসিন্দা। হামলার শিকার আহত ওমর আলী আহত হলেও কোথাও অভিযোগ না করে উল্টো কুদ্দুসের হুমকিতে চরম নিরাপত্তাহীন্তায় ভুগছে বলে জানিয়েছেন ওই রিকশা চালক।
বিভিন্ন সূত্রে জানাযায়, আলোচিত এই কুদ্দুসের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন, স্থানীয় চেয়ারম্যানকে হুমকী, অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তার বেপরোয়া থেকে আরো বেপরোয়া হয়ে উঠছে। এছাড়াও তার বিরুদ্ধে মামলা ও একাধিক অভিযোগ থাকলে কোন এক অদৃশ্য শক্তির ছায়ায় সে সব সময় বেপরোয়াভাবে চলাফেরা করে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply