হাসনাত রাব্বু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে পরিবারের সকল সদস্যকে আটকে রেখে মালামাল ও নগদ টাকা সহ ১৫ লাখ টাকার দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার দিবাগত রাত ১ টার দিকে যদুবয়রা ইউনিয়ন এর এনায়েতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ডাকাতি হয়েছে যদুবয়রা ইউনিয়ন এর এনায়েতপুর গ্রামের রাজ্জাক বিশ্বাসের দুই ছেলে আরজু বিশ্বাস ও মির্জু বিশ্বাসের বাড়িতে। ডাকাতির সময় আরজু ও তার স্ত্রী আহত হয়ে বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগী আরজু বিশ্বাস জানান, আনুমানিক রাত ১ টার দিকে কুকুরের ডাক শুনে ঘর থেকে বের হবার সাথে সাথে ২/৩ জন লোক তাকে ঘিরে ধরে কুপিয়ে জখম করে। এসময় তার স্ত্রী স্বপ্না খাতুন তাকে উদ্ধার করতে আসলে ডাকাত দল তার স্ত্রীকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরবর্তীতে তাকে ও তার ছোট ভাইয়ের পরিবারের সবাইকে এক রুমে আটকে রেখে সবার মোবাইল ফোন কেড়ে নিয়ে প্রায় ঘন্টা ব্যাপী ডাকাত দল নগদ টাকা ও স্বর্নের গহনা সহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি আরো জানান, শনিবার তাদের বাড়িতে সুন্নতে খাতনার অনুষ্ঠানের উপহার সামগ্রী নগদ টাকা ও স্বর্ণের অলংকার সহ বাড়িতে থাকা অলংকার, টাকা ও মালামাল নিয়ে গেছে ডাকাত দল। তিনি আরো জানান ১০/১২ জন ডাকাত দলের সবার মুখ বাঁধা থাকায় তিনি কাউকে চিনতে পারেননি এবং তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ছিলো।
কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, নগদ টাকা ও স্বর্ণের অলংকার সহ প্রায় ১২ লাখ টাকার ডাকাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে কুমারখালী থানায় মামলা হয়েছে। সকলের মুখ বাঁধা থাকার কারণে ভুক্তভোগীরা কাউকে চিনতে পারেননি। আসামিদের আটকের জন্য জোড় চেষ্টা চলছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply