হাসনাত রাব্বু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও রাশিয়ান নিকিমত কোম্পানির পরিচালক ইউরি ফেদারোপের গাড়ি থেকে তার ড্রাইভার সম্রাটের (২৭) মরদেহ উদ্ধার করেছে কুমারখালী ও পাবনা থানা পুলিশ। শনিবার সকালে কুমারখালীর সাদীপুর ইউনিয়নের পদ্মা নদীর ঘাট সংলগ্ন এলাকায় প্যারাডো গাড়ি থেকে বস্তাবন্দী তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বাবা আবু বক্কার জানান, তার ছেলে সম্রাট রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিচালকের ড্রাইভার ছিলো। একই প্রতিষ্ঠানে কর্মরত মোমিনের কাছে তার ছেলে টাকা পেতো। টাকা না দিয়ে দীর্ঘদিন ঘোরানোর পর সম্রাট মোমিনকে টাকার জন্য চাপ দেয়। গত বৃহস্পতিবার মোমিন তার ছেলেকে টাকা দেবার কথা বলে ডেকে নিয়ে যায়। এবং ওইদিন রাত ৯ টা থেকে সম্রাটের ফোন বন্ধ দেখায়। অনেক খোঁজাখুঁজি করেও সম্রাটের সন্ধান না মিললে শনিবার সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার ছেলের লাশ সনাক্ত করেন।
কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, শনিবার সকালে প্যারাডো গাড়ি থেকে বস্তাবন্দী একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের অবস্থা দেখে গত ২ দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply