হাসনাত রাব্বু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
ছাত্রীকে প্রেম ও কু-প্রস্তাবের দায়ে কুষ্টিয়ায় কলেজ মোড়ে অবস্থিত সোহান’স ভার্সিটি এন্ড এডমিশন কোচিং এর পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক ছাত্রীর মা। তবে উক্ত কোচিং-এর পরিচালক নাহিদুল ইসলাম সোহানও এ ব্যাপারে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন বলে থানা সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (০৭ মার্চ) কুষ্টিয়া মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই ছাত্রীর মা।
অভিযুক্তরা হলেন,সোহান’স ভার্সিটি এন্ড এডমিশন কোচিং এর পরিচালক ও স্বতাধিকারী নাহিদুল ইসলাম সোহান (৩৫), ইংরেজি শিক্ষক ফয়সাল আহম্মেদ তুর্য (৩০) ও অফিস সহকারী আশরাফুল ইসলাম (৩২)।
অভিযোগ সূত্রে জানা যায়, কুষ্টিয়া সরকারি কলেজের সামনে অবস্থিত সোহান’স ভার্সিটি এন্ড এডমিশন কোচিং এর ইংরেজি শিক্ষক ফয়সাল আহম্মেদ তুর্য (৩০) কোচিং করাকালীন ওই কোচিং-এরই মানবিক বিভাগে প্রস্তুতি ব্যাচের এক ছাত্রীকে (রোল-১৪০৭,ব্যাচ-৭৪) বেশ কয়েকবার প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দেয়।
এতে বিরক্ত হয়ে ওই ছাত্রী কোচিং-এর অফিস সহকারী আশরাফুল ইসলামকে বিষটি জানান। সে (আ) এ বিষয়ে কোনো ভ্রূক্ষেপ না করে ওই ছাত্রীকে প্রেম এবং কুপ্রস্তাবে রাজি হওয়ার পরামর্শ দেন। তাকে(আ) জানানোর কারণে ইংরেজি শিক্ষক তুর্য আবার ওই ছাত্রীকে অশ্লীল কথাবার্তা বলেন।এবিষয়ে ভুক্তভোগী ছাত্রীর মা কোচিং-এর পরিচালক ও স্বতাধিকারী নাহিদুল ইসলাম সোহানের ব্যবহৃত ০১৭১৭৮৬১৯৯৯ মুঠোফোন নম্বরে ফোন করে জানালে তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন। কিন্তু ওই ছাত্রী মঙ্গলবার (০৭ মার্চ) দুপুর ১২:৩০ টার দিকে কোচিং-এ পড়তে গেলে তুর্য আবারও তাকে কুপ্রস্তাব সহ অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।একপর্যায়ে কোচিং-এর পরিচালক ও স্বতাধিকারী নাহিদুল ইসলাম সোহান ওই ছাত্রীকে একাকী ডেকে নিয়ে কোচিং-এ যেতে নিষেধ করেন এবং এ বিষয়ে তুর্যকে কিছু বলতে পারবে না বলে জানান।
এছাড়াও অভিযুক্তরা বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সোহান’স ভার্সিটি এন্ড এডমিশন কোচিং-এর পরিচালক ও স্বত্ত্বাধিকারী নাহিদুল ইসলাম সোহান মুঠোফোনে বলেন,” কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি।”
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খাঁন মুঠোফোনে বলেন,”উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply