হাসনাত রাব্বু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৯নং পোড়াদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড হাজরাহাটি গ্রামের হিন্দু পাড়ায় অগ্নিকাণ্ডে ১১ টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, গত মঙ্গলবার দুপুর ২টার সময় আগুনের সূত্রপাত হয়। আগুনে ১১টি ঘর এবং ১২০০ পিলি পান বরজ সম্পূর্ণ পুড়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, মোঃ ইসলামের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ইসলামের স্ত্রী বলেন কিভাবে আগুন লেগেছে বুজতে পারছি না, দৌড়ে গিয়ে দেখি আমার বাড়ির পাশে পানের বরজের মাঝখানে আগুন জ্বলছে। ধারনা করছি পানের বরজ থেকে আগুন লেগেছে। আমি দৌঁড়ে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বালছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমিরের পরিবার। কুরবান মির্জার ছেলে আমির (৩০) বলেন, আমি পাউরুটি, বিস্কিট, চানাচুর, হকারি করি, বাড়িতে একটি ঘরে আমার ব্যবসার দুই লক্ষ টাকার মালামাল ছিল সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, সুধু ঘড়বাড়ি নয় পুড়ে গেছে আমার স্বপ্নও। কিছুই বের করতে পারিনি সব পুড়ে গেছে। এমন কি দলীলপত্রসহ ঘরের মধ্যে যা আছে সব পুড়ে গেছে।
ভুক্তভোগীরা আরও জানান, তাদের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, স্কুল—কলেজের সার্টিফিকেট, জমির দলিলসহ সরকারি—বেসরকারি প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্তরা হলেন ১. আমির আলী (৩০) পিতা কোরবান আলী, ২. সোহেল রানা (৩২) পিতা আমেজেদ ৩. আছমা খাতুন, ৪. আসলাম (৩০) মাতা আসমা খাতুন, ৫. কুদ্দুস (৫০) পিতা দিদার আলী, ৬. সুজন (৩০) পিতা কুদ্দুস ৭. ফেরদৌস (৩৫) পিতা কুদ্দুস ৮. আবু বকর (৪৫) পিতা গনি, ৯. আতিয়ার (৪৭) পিতা দিদার ১০. মনোয়ারা বেগম (৫০) স্বামী গনি, ১১. ইসলাম (৪০) পিতা কাশেম।
উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ৫০ লক্ষাধিক টাকার পরিমাণ ক্ষতি হয়েছে । তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের মাঝে ২০ কেজি চাউল ও ৩ টি করে কম্বল বিতরণ করা হয়েছে, এবং পরবর্তীতে জেলা প্রশাসকের সহায়তায়, তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply