হাসনাত রাব্বু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
অর্থনীতিতে সরকারের ভ্রান্তনীতির কারণে দেশের অর্থনীতি ধ্বংসপ্রায়- এমন মন্তব্য করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেছেন, এখন ধ্বংসের মুখোমুখি অর্থনীতিকে জোড়াতালি দিতে জনগণের ওপর ছুরি চালাচ্ছে ভোটারবিহীন সরকার। তথাকথিত উন্নয়নের ভেলকিবাজিতে দেশের মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছে।
(১৪ই এপ্রিল) বিকেলে কুষ্টিয়া জেলা কৃষক দলের অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে জেলা কৃষক দল এর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
এসময় জাকির হোসেন সরকার বলেন, বিশ্ববাজারে ইউরিয়া সারের দাম ৬২ শতাংশ, ডিএপির ২৪ শতাংশ ও টিএসপির ২৫ শতাংশ কমলেও আন্তর্জাতিক বাজারে সারের মূল্যবৃদ্ধির অসত্য তথ্য দিয়ে ফের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত কৃষক ও জনস্বার্থবিরোধী। কৃষকের সাথে প্রতারণার শামিল। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনবিচ্ছিন্ন সরকার জনগণের দুঃখ, দুর্দশা লাঘবে উদাসীন। আট মাসের ব্যবধানে সারের দাম বৃদ্ধি উদ্বেগজনক।
তিনি আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি তেল, বীজ-সার-কীটনাশকসহ কৃষি উপকণের মূল্যবৃদ্ধি ও কৃষি শ্রমিকের মুজুরী লাগামহীন বৃদ্ধিতে কৃষি উৎপাদন খরচ আগেই বেড়েছে। অন্যদিকে কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না প্রান্তিক কৃষকেরা। কৃষি পণ্যের বিক্রয় ও মূল্য পাবার ক্ষেত্রে ক্ষমতাসীন দলের আশীর্বাদপুষ্ট মধ্যসত্ত্বভোগী, টাউট, ফড়িয়াদের দৌরাত্মে আরো বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এমনিতে সরকারের দুর্নীতি, লুটপাট, ভ্রান্তনীতি, অপরিণামদর্শী সিদ্ধান্ত, অব্যবস্থাপনা, সমন্বয়হীনতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, অর্থনৈতিক সঙ্কট, ব্যবসা-বাণিজ্যে মন্দা, কাজ হারানোর ফলে মানুষ বিপর্যস্ত। এখন আবার নতুন করে সারের দাম বৃদ্ধিতে কৃষকসহ জনসাধারণ দিশেহারা। সরকারের সারের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের ফলে কৃষক ও জনসাধারণ তীব্র সঙ্কটে পড়বে।
অবিলম্বে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে সরে আসাসহ সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান জাকির হোসেন সরকার।
অনুষ্টান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য সচিব এডভোকেট নুরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সহ সভাপতি গোলাম মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইসমাইল হোসেন মুরাদ, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আলিমুল ইসলাম, সদর থানা বিএনপি নেতা খোকন উদ্দিন, শহর বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রাব্বি, সিনিয়র যুগ্ম আহবায়ক জামির হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন সুমন, জেলা যুব দলের সহ সভাপতি গোলাম হাফিজ পিপুল, সাবেক ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম অনিক, মিরপুর পৌর কৃষক দলের নেতা শাহিন আলী, জেলা কৃষক দল নেতা এডভোকেট খাইরুল ইসলাম সহ জেলা কৃষক দলের আওতাধীন ছয় উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল সাবেক ছাত্রনেতা জব্বার মিলন, ইবির ছাত্রদলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক, ইবির ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, শহর যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকার পারভেজ জীবন, জেলা কৃষক নেতা জাহাঙ্গীর হোসেন ও তাজ উদ্দিন প্রমুখ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply