হাসনাত রাব্বু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ায় নারী উদ্যোক্তা ঝর্ণা বেগমকে সনদপত্র প্রদান করেছে প্রাইম ব্যাংক।
বৃহস্পতিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটের দ্বিতীয় তলায় প্রাইম ব্যাংক কার্যালয়ে এ সনদপত্র বিতরণ করা হয়।
ব্যাংকের ম্যানেজার ওয়াহিদুল ইসলাম নারী উদ্যোক্তা ঝর্ণা বেগমের হাতে এ সনদপত্র তুলে দেন।
কুষ্টিয়ায় নারী উদ্যোক্তাদের আরও বেশি উৎসাহিত করার লক্ষ্যে এ সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।
ব্যাংক সুত্রে জানা যায়, দেশের নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমিয়ে এখন ব্যাংক ঋণে তাদের প্রবেশাধিকার নিশ্চিত করা প্রয়োজন। আর এজন্য আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য নিরসন করে জেন্ডার লেন্স ইনভেস্টমেন্ট সুবিধা প্রান্তিক পর্যায়ে নারীদের কাছে পৌঁছে দিতে বিনিয়োগের ক্ষেত্রে নারীদের সম্পৃক্ততা বাড়াতে হবে। যাতে নারীরা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন।
এছাড়াও উদ্যোক্তাদের ঋণ দেওয়ার পাশাপাশি প্রান্তিক নারীদের ক্ষমতায়নের জন্য নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানসহ সঠিক, বাস্তবসম্মত ও সময়োপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়নের সাথে তাদেরকে বাজারমূখী করে তুলতে প্রাইম ব্যাংক কাজ করে যাচ্ছে।
Leave a Reply