ডাঃএম, এ, মান্নান:
কুষ্টিয়ার সড়ক মহাসড়ক মানেই মরণ ফাঁদ, গত সাড়ে ১১ মাসে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে ৫৪ জন । সংশ্লিষ্ট নির্ভর যোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, অপ্রস্বসÍ সড়ক, তার ওপর বেহালদশা, অদক্ষ চালক, বেপরোয়া গাড়ী চালানো, বিধি বর্হিভ’ত ভাবে অবৈধ নছিমন, করিমন, আলমসাধু, লাটাহাম্টার, তদুপরিনিশেধনা মেনে মহাসড়কে ব্যাটারী চালিত অটোরিকশা সহ সিএনজি এবং অন্যান্য অবৈধ যান চলাচল এ দূর্ঘটনার জন্য দায়ী বলে সূত্রটির দাবী । তবে নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী কম নয় । এসব দূর্ঘটনায় নিহতদের পাশাপাশি আহত ও পঙ্গুতের সংখ্যা সহা¯্রাধীক । আহত ও পঙ্গুত বরনকারী করূনভাবে জীবনযাপন করেছে। এখনই সড়ক দূর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে না পারলে অকাল মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকবে । এ ব্যাপারে কারন হিসেবে অনেকে বাস চালাতে নিয়ম না মানা, অতিরিক্ত মালামাল বহণ করে ট্রাক নিয়নÍ্রন হারানো কে দায়ী করেন । তারা বলেন বাস অহেতুক দাড়িয়ে থেকে নির্ধারিত সময়ে, গন্তব্যে পৌছানোর জন্য বেপরোয়া চালানোর ফলে নিয়ন্ত্রন হারায় বলে ভ’ক্ত ভোগী জনগন দাবী করেছেন। বেশ কজন বিজ্ঞ ব্যাক্তি জানায় সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রনে সচেতনা, বৃদ্ধি সহ চালকদের প্রশিক্ষনেরব্যাবস্থা করতে হবে ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply