সোহেল পারভেজ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরো অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন করোনা শনাক্ত ছিলেন, আর ৩ জনের করোনার উপসর্গ ছিলো। ১৮ জুলাই রোববার সকাল ৮টা থেকে আজ ১৯ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘন্টায় আরো ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গতদিনের চেয়ে বেড়ে ২৮.২৯ শতাংশ হয়েছে।
গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৭০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫শ’ ৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৪২০ জনের মৃত্যু হলো। আজ সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে রোগীর চাপ অব্যাহত আছে। তত্ব¦াবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৫৩ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগীই ১৮৩ জন। বাকীরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।
এদিকে, ঈদকে সামনে নিয়ে রাজধানী ঢাকা থেকে জেলার মানুষ বাড়ীতে আসতে শুরু করেছেন। শহরের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে ভীড় বাড়ছে। শহরে ও গ্রামে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। সচেতন মানুষরা বলছেন, এতে করোনার সংক্রমন বাড়তে পারে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply