Amar Praner Bangladesh

কুষ্টিয়ায় গড়াই নদী সাঁতরে পার হতে গিয়ে পানিতে ডুবে অর্জুন বিশ্বাসের মৃত্যু

 

 

হাসনাত রাব্বু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়ার খোকসা উপজেলায় অর্জুন বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত অর্জুন বিশ্বাস ওসমানপুর ইউনিয়নের গ্রামের মৃত মনে বিশ্বাসের ছেলে বলে জানাগেছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গড়াই নদীর ওপার গনেশপুর থেকে কোমলাপুর নদী সাঁতরে পার হয়ে আসার সময় পানির স্রোতে ডুবে যাই। স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর বেলা তিনটার সময় স্থানীয় নদীর কুলে ভবানীপুর গ্রামে ভাসমান অবস্থায় তার মৃত দেহ উদ্ধার করে।

মৃত অর্জুনের স্বজনরা লাশটি গড়ায় নদীর পাড় থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে বলে জানা গেছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন