হাসনাত রাব্বু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে সুভাষ চন্দ্র ( ২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে মিরপুর ষ্টেশন সংলগ্নে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সুভাষ চন্দ্র মিরপুর উপজেলার আদিবাসীপাড়ার বংশীর ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় চলন্ত ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে ওই যুবক। এতে ট্রেনে কাটা পড়ে সে ঘটনা স্থলেই মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজের আলী জানান, দুপুরে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পৌঁছানোর পর নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।