ইসমাইল হোসেন বাবু, ভেড়ামারা(কুষ্টিয়া) :
কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ির পাশের পানি ভর্তি নালায় গোসল করতে নেমে আপন দুইবোন ও খালাতো বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের দুই মেয়ে সালমা (৫) ও লাবনী (৬) এবং তাদের খালাতো বোন চরসাদিপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে মরিয়ম (৮)।আজ সকালে উপজেলার পদ্মা তীরবর্তী চরসাদিপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সালমা ও লাবনী তার পরিবারের সাথে খালা বাড়ী চরসাদিপুর এলাকায় বেড়াতে যায়। সেখান থেকে খালাতো বোন মরিয়মের সাথে দুপুরে বাড়ির পাশে নালায় গোসল করতে গেলে তিনজন নিখোঁজ হয়।
তিনি জানান, অনেক খোঁজাখুঁজির পর দুপুরে স্থানীয়রা ঐ পানি ভর্তি নালায় জাল ফেললে জালে তিন শিশুর মৃতদেহ উঠে আসে। তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply