সোহেল পারভেজ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যজনক চুরি সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া পৌরসভার ৪ নংওয়ার্ডের
উপেন্দ্রনাথ চক্রবর্তী লেন আমলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার (১৯ জুলাই) রাতে বিদ্যালয়টির গেটের গ্রিলের তালা ভেঙ্গে অফিস কক্ষের ভেতরে প্রবেশ করে বিদ্যালয়ে রক্ষিত সাউন্ড বক্স, রাইস কুকার, রেজুলেশন খাতা, খেলাধুলার সামগ্রী, পেন ড্রাইভসহ বিভিন্ন খাতাপত্র নিয়ে যায়।
এ ব্যাপারে পৌর-৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া পারভিন জানান, আমাদের অফিসে রক্ষিত আলমারির তালা ভেঙ্গে বেশ কয়েকটি রেজুলেশন খাতা বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে কুষ্টিয়া উপজেলা শিক্ষা অফিসার সিরাজুম মুনিরা বলেন, চুরি ঘটনা ঘটেছে এমন তথ্য পেয়েছি এবং থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি।
এ ব্যাপারে (ওসি) সাবিরুল আলম জানান, বিষয়টি শুনেছি। ওই বিদ্যালয়ে পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply